Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Entertainment News

‘মেঘনাদবধ রহস্য’ মুক্তির দিন পিছোল

এত দিন ধরে দর্শক জানতেন, ১৪ জুলাই ছবির মুক্তি। তেমন ভাবেই প্রোমোশনও শুরু হয়ে গিয়েছিল। হঠাত্ই তা পিছিয়ে যাওয়ায় বক্স অফিসে কি কোনও প্রভাব পড়বে?

‘মেঘনাদবধ রহস্য’ ছবির একটি দৃশ্যে গার্গী ও সব্যসাচী। ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশনের ইউটিউব পেজের সৌজন্যে।

‘মেঘনাদবধ রহস্য’ ছবির একটি দৃশ্যে গার্গী ও সব্যসাচী। ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশনের ইউটিউব পেজের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ১৪:৫১
Share: Save:

সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় দেরি হওয়ার কারণে অনীক দত্ত পরিচালিত ‘মেঘনাদবধ রহস্য’ মুক্তির দিন পিছিয়ে গেল। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১৪ জুলাই। কিন্তু তা পিছিয়ে আপাতত ছবি মুক্তির দিন ঠিক হয়েছে আগামী ২১ জুলাই।

ঠিক কী কারণে পিছিয়ে গেল রিলিজ ডেট?

আরও পড়ুন, ‘মন এবং শরীর থেকে মেদ সরানোর চেষ্টা করেছি’

প্রযোজক ফিরদৌসুল হাসান বললেন, ‘‘সেন্সর বোর্ড গোটা পদ্ধতিটাই এখন অনলাইন করে দিয়েছে। আমরাই প্রথম ব্যাচ। সে কারণেই ছাড়পত্র পেতে একটু দেরি হল। আমাদের সুবিধের কথা ভেবেই হয়তো এই নতুন ব্যবস্থা। তবে প্রথম বলে একটু অসুবিধে হল।’’ যদিও ছবির মুখ্য অভিনেত্রী গার্গী রায়চৌধুরী স্বীকার করে নিলেন তাঁদের তরফে ছবিটি সেন্সর বোর্ডে পাঠাতেও কিছুটা দেরি হয়েছিল। পরিচালক অনীক দত্তর কথায়, ‘‘সেন্সর বোর্ডের প্রসেসটা জন্যই দেরি হল। শুধু আমাদের ছবি নয়। বেশ কিছু ছবির ক্ষেত্রেই এই সমস্যা হবে।’’

এত দিন ধরে দর্শক জানতেন, ১৪ জুলাই ছবির মুক্তি। তেমন ভাবেই প্রোমোশনও শুরু হয়ে গিয়েছিল। হঠাত্ই তা পিছিয়ে যাওয়ায় বক্স অফিসে কি কোনও প্রভাব পড়বে? অনীকের দাবি, ‘‘সেটা বলা মুশকিল। তবে আমরা ২১ তারিখের রিলিজের বিষয়ে প্রোমোশন শুরু করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতেও বলা হয়েছে। আশা করি দর্শক জানতে পারবেন।’’ ফিরদৌলের কথায়, ‘‘১৪ জুলাই শুধু আমাদের ছবিটাই রিলিজ হত। সেই অ্যাডভানটেজটা ছিল। কিন্তু ২১ জুলাই আরও কয়েকটি ছবি মুক্তি পাবে।’’ যদিও এই সম্ভবনাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন গার্গী। তিনি বললেন, ‘‘আমার তো মনে হয় শাপে বর হল। এই ক’দিন সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় কাজের সূত্রে দেশের বাইরে ছিলেন। এখন আমরা পুরো টিম একসঙ্গে প্রোমোশন করতে পারব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE