‘উড়তা পঞ্জাব’-এর সেন্সর বিতর্ক নিয়ে দিন কয়েক ধরে পেজ থ্রি সরগরম থাকার পর আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যেই ফের সেন্সর কর্তাদের কোপে পড়ল আরও একটি ছবি। ‘সড়কতো সওয়াল: অনামত’ নামের ওই গুজরাতি ছবিটিতে ১০০টি কাটের সুপারিশ করেছেন তাঁরা। গুজরাতে পটেল সংরক্ষণের উপর ভিত্তি করে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রাজেশ গোহিল। তিনি জানিয়েছেন, সেন্সর বোর্ড জানিয়েছে ছবিটি হার্দিক পটেলের উপর তৈরি, যিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে রয়েছেন। এ ছাড়া ছবিতে অম্বেডকরকে নিয়েও নাকি ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর দাবি, সেন্সর বোর্ডের এই দাবি একেবারেই অসত্য। তাই আরও এক বার প্রিভিউয়ের আবেদন জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy