পরিবারে আসছে নতুন সদস্য। শুক্রবারই অভিনেতা কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্র ঘোষণা করেছেন, তাঁরা সন্তানের অভিভাবক হতে চলেছেন। তার পর থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভেসেছেন বলিউডের এই দম্পতি। এ বার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তাঁরা।
আরও পড়ুন:
শুক্রবার অনুরাগীদের সুখবর জানানোর পর প্রথম বার প্রকাশ্যে দেখা গেল কিয়ারা ও সিদ্ধার্থকে। রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিরা তাঁদের ছবি তুলেছেন। নেটদুনিয়ায় যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, দু’জনে হাত ধরে বিমানবন্দরে প্রবেশ করছেন। সিদ্ধার্থের পরনে ছিল সাদা টি-শার্ট ও ডেনিম প্যান্ট। সঙ্গে খয়েরি রঙা জ্যাকেট। অন্য দিকে কিয়ারার পরনে ছিল একটি নকশাকাটা সাদা সানড্রেস। বিমানবন্দরে গাড়ি থেকে নামতে দেখে ছবিশিকারিরা কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। দম্পতি হাসিমুখে তাঁদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শুক্রবার সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তাঁরা লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’ পোস্টটি ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূর-সহ আরও অনেকেই ভালবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে।