বিয়ের ঠিক দু’বছর পরেই সুখবর দিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’
পোস্টটি ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূর-সহ আরও অনেকেই ভালবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে। বিয়ের ঠিক পরেই, অর্থাৎ ২০২৩-এও এক বার জল্পনা ছড়িয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা। জয়পুরে ছবির প্রচারে অভিনেত্রীর পরনে ছিল ব্রালেট, তার উপরে রাজস্থানি হাতের কাজের ব্লেজ়ার ও প্যান্ট। তার মধ্যে থেকেই নাকি উঁকি দিচ্ছিল অভিনেত্রীর স্ফীতোদর, এমনটাই দাবি ছিল নেটাগরিকদের। তবে সেই জল্পনা যে গুঞ্জন মাত্র, তা সময়ই প্রমাণ করেছে।
উল্লেখ্য, ২০২৩-এর সাত ফেব্রুয়ারি রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। সিদ্ধার্থের জন্যই রোজ ঘরে ফিরে আসতে ভাল লাগে বলেও জানান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওর সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালবাসা ও আদর পেয়েছি।” সেই একই ভালবাসা সিদ্ধার্থের থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা।
কাজের দিক থেকে কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ‘ডন ৩’-তে। রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্য দিকে, ‘পরম সুন্দরী’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থকে।