মেঘলার সঙ্গে বিরসা
রাজ চক্রবর্তী আর সৃজিত মুখোপাধ্যায়ের পথে হেঁটে বিরসা দাশগুপ্তও খুলে ফেললেন নিজের প্রোডাকশন হাউস— ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। বিরসা জানালেন, নামে কলোনিয়াল হ্যাংওভার থাকলেও ব্যাপারটা আসলে কলকাতাকে নিয়ে হ্যাংওভার থেকে! আরও জানালেন, নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন।
‘‘প্রথম প্রজেক্টটাই একঝাঁক নতুন ছেলেমেয়েকে নিয়ে করব। ইট’স আ কামিং অফ এজ স্টোরি। কলেজের তিন বছর আর তার পরতে পরতে বন্ধুত্ব, ভালবাসা, বেড়ে ওঠা নিয়ে টানাপড়েন— এ সব নিয়ে। স্ক্রিপ্ট লিখছে মৈনাক ভৌমিক। আমিই ডিরেক্ট করব,’’ বললেন বিরসা। গত বছরের ছবি ‘সব ভুতুড়ে’তে বিরসার ছোট মেয়ে ইদা ডেবিউ করেছিল। এ বার ডেবিউ করার পালা বড় মেয়ে মেঘলার।
নির্দেশক সুদেষ্ণা রায়ের ছেলে সাকেত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেই প্রযোজনায় নামলেন বিরসা। বলছিলেন, ‘‘আমরা সব রকম ভাষায় কাজ করতে চাই। সিরিজ, সিনেমা সবই করব। নতুন প্রতিভাদের কাছে ভাল কনসেপ্ট থাকলে, তা নিয়েও এগোব।’’ কিন্তু হঠাৎ নিজের প্রোডাকশন হাউস কেন? ‘‘আমার একটা ইমেজ আছে যে, এসভিএফের সঙ্গেই ছবি বানাই। কিন্তু নিজেরও কিছু করার ইচ্ছে ছিল বহু দিন ধরেই। তা বলে ভাববেন না যে, ভেঙ্কটেশ ছেড়ে যাচ্ছি। মেঘলাকে নিয়ে ছবিটাও ওদের সঙ্গে কোলাবরেট করেই করছি,’’ ব্যাখ্যা করলেন বিরসা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy