ছবি: সংগৃহীত।
ফিল্ম হিট বা ফ্লপে নাকি তাঁর কিছু তফাত হয় না। এমনটাই দাবি কঙ্গনা রানাউতের। তবে সেই কঙ্গনাই সম্প্রতি জানিয়েছেন, ‘রঙ্গুন’-এর ফ্লপটা তাঁর বেশ গায়ে লেগেছে। সোজাসাপটা কথায় কঙ্গনার জুড়ি মেলা ভার। বলিউডের অনেকেই সে কথা স্বীকার করেন। তা বেশ সোজাসাপটা ভাবেই কঙ্গনার বিস্ফোরক মন্তব্য, “রঙ্গুন ফ্লপের সব দায় আমার ঘাড়েই চাপানো হয়েছে।”
যদিও বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’-এ চল্লিশের দশকের ফিল্ম অভিনেত্রী মিস জুলিয়ার ভূমিকায় কঙ্গনার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সমালোচকেরা। তবে তাতে বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি ফিল্ম। কঙ্গনা বলেন, “বড় বাজেটের এই ফিল্মে আমার চরিত্রকে কেন্দ্র করেই যাবতীয় প্রচার করা হয়েছিল। ফলে এত সব করা সত্ত্বেও যখন তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তাতে তো খারাপ লাগেই।” তবে কঙ্গনা জানিয়েছেন, অন্য কোনও ফিল্ম ফ্লপ করলে তাঁর এতটা খারাপ লাগত না। কিন্তু, ‘রঙ্গুন’-এর ফ্লপে তাঁর মন ভেঙে গিয়েছে।
আরও পড়ুন
আয়ুষ্মানকে সঙ্গে নিয়ে ভূমির রিটার্ন
ফিল্ম ফ্লপ হওয়ার যাবতীয় দায় তাঁর কাঁধে চাপানো নিয়ে তাঁর দাবি, “হতে পারে যখন আপনার অনেক উন্নতি হয়, তখন হয়ত সাফল্য বা ব্যর্থতার সব দায়িত্বই নিজের কাঁধে এসে পড়ে!” কঙ্গনার মুখ থেকে এমন কথা শুনে অনেকেই বেশ অবাক। তবে তাঁর ঘনিষ্ঠরা হয়ত ততটা অবাক হননি। এর আগেও কর্ণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’-তে এমনই ঠোঁটকাটা কঙ্গনাকে তো দেখা গিয়েছে। ওই শো-তে কর্ণকে স্বজনপোষণকারী বলতেও ছাড়েননি কঙ্গনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy