Advertisement
E-Paper

বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গে সম্পর্ক! লাল বেনারসি, ভারী গয়নায় বিয়ে সারলেন পৌলোমী

বিয়ের জন্য সাবেক সাজ বেছে নিয়েছিলেন পৌলোমী। লাল রঙের বেনারসির সঙ্গে পৌলোমী পরেছিলেন ভারী সোনার গয়না।

Actress Poulomi das got hitched with Riddiman Majumdar on Friday

বিয়ে করলেন পৌলোমী দাস। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪
Share
Save

সাত পাকে বাঁধা পড়লেন পৌলোমী দাস। তাঁর দাবি ছিল, গত এক বছর ধরে বিয়ে নিয়ে চাপ তৈরি হচ্ছিল পরিবারে। তাই বাবা-মায়ের উদ্যোগে পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা হয় অভিনেত্রীর। সেখানেই মনের মতো সঙ্গীকে খুঁজে পান পৌলোমী। গত ১৭ নভেম্বর আইনি বিয়ে সেরেছিলেন। শুক্রবার আনুষ্ঠানিক বিয়ে সারলেন তিনি।

বিয়ের জন্য সাবেক সাজ বেছে নিয়েছিলেন পৌলোমী। লাল রঙের বেনারসির সঙ্গে পৌলোমী বেছে নিয়েছিলেন ভারী সোনার গয়না। তবে প্রসাধনী ছিল ছিমছাম। পৌলোমীর বিয়েতে আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার বহু তারকা। এসেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক, আদৃত রায়, ঊষসী রায়-সহ আরও অনেকে।

পাত্র টলিপাড়ার কেউ নন, কলকাতারই এক ব্যবসায়ী ঋদ্ধিমান মজুমদার। অভিনেত্রী নিজেই বলেছিলেন, ‘‘মা-বাবা নিজেরাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে দেন। সেখানেই ঋদ্ধিমানের সঙ্গে আমার আলাপ। আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়। জীবনের পরবর্তী সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল তিন থেকে চার মাস। প্রথম তিন থেকে চার মাস আমরা শুধুই দেখা করেছি আর কফি খেয়েছি। তার পর আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে।’’

নববধূর বেশে পৌলোমী।

নববধূর বেশে পৌলোমী।

এক সময়ে তথ্যপ্রযুক্তি কোম্পানির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন ঋদ্ধিমান। ছবি তোলা তাঁর নেশা। পৌলোমীর কথায়, “সময়ের সঙ্গে বুঝতে পারি, ঋদ্ধিমানের মতোই এক জনকে আমি নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। ২০২৪ সালে দাঁড়িয়ে সম্বন্ধ করে বিয়ে করছি, এই বিষয়টাই আমার বেশ ভাল লেগেছে।”

৮ ডিসেম্বর প্রীতিভোজের অনুষ্ঠান পৌলোমী ও ঋদ্ধিমানের। এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের অভিনেতারাও পৌলোমীর বিয়েতে এসেছিলেন।

Poulomi Das Adrit Roy Sourav Das Darshana Banik Ushasi Ray

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}