পহেলগাঁও কাণ্ডের নিন্দা করে বিপাকে স্বরা ভাস্কর। ঘটনা নিয়ে ত্রস্ত গোটা দেশ। মুখ খুলেছেন বলিউডের বহু তারকাই। কিন্তু স্বরা মন্তব্য করতেই ছুটে আসে কটাক্ষের বাণ।
অভিনেত্রী বরাবরই স্পষ্ট মন্তব্য করেন। রাজনৈতিক পরিচিতিও রয়েছে তাঁর। ২০২৩ সালে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। ভিন্ধর্মে বিয়ে করার জন্য তাঁর দিকে আরও বেশি করে কটাক্ষ ধেয়ে আসে। পহেলগাঁও নিয়ে মন্তব্য করতেই সেই একই অভিজ্ঞতা হল স্বরার। সমাজমাধ্যমে অভিনেত্রী এই ঘটনার নিন্দা করে লেখেন, “পহেলগাঁওয়ে মর্মান্তিক ও কাপুরুষের মতো হামলার তীব্র নিন্দা করি। খুবই দুঃখজনক ঘটনা এটি। নিহতদের পরিবার যেন এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি সঞ্চয় করতে পারে। ওঁদের প্রতি সমবেদনা রইল।”
আরও পড়ুন:
এই জঙ্গি হামলার যথাযথ বিচার চান স্বরা। তিনি লেখেন, “আমি এর উত্তর ও বিচার চাই। নিরীহ মানুষদের মৃতদেহ নিয়ে দয়া করে নাটক করবেন না।” স্বরার এই মন্তব্য শুনেই চটেন নিন্দকেরা। ফের স্বরার ভিন্ধর্মের বিয়ের প্রসঙ্গ তুলে আনেন তাঁরা। এক নিন্দক লেখেন, “এই জঙ্গিরা তো আপনার শ্বশুরবাড়ির লোক।” স্বরার পোস্টে কোথাও ‘সন্ত্রাসবাদ’ শব্দটির উল্লেখ ছিল না। সেই নিয়েও বাক্যবাণ ধেয়ে আসে তাঁর দিকে। আর এক নিন্দক ব্যঙ্গ করে লেখেন, “আসলে স্বরা ভাস্কর বলতে চাইছেন, ‘জঙ্গিদের দোষারোপ কোরো না।’ বরং তিনি বর্তমান মোদী সকরকারের উপর দোষ চাপাতে চাইছেন। আসলে সন্ত্রাসবাদের তো কোনও ধর্ম হয় না।”
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
পাকিস্তানকে ‘নগ্ন’ করবে ভারত, কূটনৈতিক অভিযানে পরিব্রাজক ৫৯ সাংসদ, দলে বাংলার ২ বাঙালি
-
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে
-
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান
-
‘১৭ বছর ধরে ভারতে কাজ করছি, আমরা তো ভারতীয়ই’! কোর্টে তুরস্কের সংস্থা, কী যুক্তি কেন্দ্রের
-
‘অপারেশন সিঁদুরে’র প্রাণ— চোখে চোখ রেখে বদলা, পাকিস্তানি সেনাদের মেরে ঘাঁটি গুঁড়িয়েছে পুঞ্চ ব্রিগেড