শুটিং সেটে শিবের আরাধনা। সম্প্রতি, কুম্ভস্নানও হয়েছে তাঁর। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়ক ‘সূর্য’ ওরফে দিব্যজ্যোতি দত্তের বুঝি ধর্মীয় যোগ চলছে? চলতি মাসেই প্রয়াগে গিয়েছিলেন । এলাহাবাদের গঙ্গায় বাকিদের মতো তিনিও স্নান সারেন, ডুব দেন। সেই ছবি, সেই মুহূর্তের ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। এ দিকে ধারাবাহিকের সেটে শিবরাত্রির বিশেষ পর্বের শুটিং চলছে। নায়কের পর্দার মেয়ে ‘রূপা’ হারিয়ে গিয়েছে। তাকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে তার পর্দার মা ‘দীপা’।
আপনার কি এখন ধর্মীয় যোগ চলছে? কুম্ভস্নান সেরে পুণ্যলাভের পরেই শিবরাত্রির পর্ব শুটিং। আনন্দবাজার অনলাইন যখন প্রশ্ন রেখেছিল তখন নেপথ্যে মন্দিরের ঘণ্টাধ্বনি। সঙ্গে সহ-অভিনেত্রীর সংলাপ বলার শব্দ। ফোনের ও পারে দিব্যজ্যোতির চাপা কন্ঠ। শুটিংয়ের ফাঁকে বললেন, “আমি মহাদেবের ভক্ত। বুধবার শিবরাত্রি করেছি। কুম্ভস্নানও হল। বলতে পারেন, অভিজ্ঞতা সঞ্চয় করতেই প্রয়াগে গিয়েছিলাম।” একটু থেমে যোগ করেছেন, “গঙ্গাজলে স্নান সারলেই যদি সব পাপ ধুয়ে যেত তা হলে তো হয়েই গিয়েছিল। পুরোটাই আমাদের মনের শান্তি। বলতে পারেন একটা ভাল অভিজ্ঞতা হল।”
আরও পড়ুন:
অনেকেই বলছেন, কোটি কোটি দর্শনার্থীর উপস্থিতির কারণে জল এবং পরিবেশ নাকি দূষিত?
মানতে রাজি নন দিব্যজ্যোতি। তাঁর পাল্টা যুক্তি, “অতি সম্প্রতি এক বিজ্ঞানী কুম্ভের জল পরীক্ষা করেছেন। সেই জলে কিন্তু কোনও জীবাণু পাননি! এর থেকেই প্রমাণিত যাঁরা বলছেন গঙ্গা দূষিত, তাঁরা ঠিক বলছেন না।” কোটি কোটি লোক স্নানের পরেও নদীর জল শুদ্ধ! অনেকের মতো আপনারও ভাবনা এটা অলৌকিক? অভিনেতার এ ক্ষেত্রেও আপত্তি। তিনি পুরনো প্রবাদ মনে করিয়ে দিয়েছেন, ভারত সব কিছুই আগে ভাবে। উদাহরণ হিসাবে বলেছেন, “বিজ্ঞানী অ্যারিস্টটল বলার আগে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এ কথা বলেছেন। তারও আগে বিষ্ণুর ‘বামন’ অবতার কিন্তু গোলাকার পৃথিবীর উপর দাঁড়িয়ে। অর্থাৎ, ভারতীয় বিজ্ঞান আগেই এই তথ্য জানত।” অভিনেতার দাবি, এখানে অলৌকিকতার কোনও জায়গাই নেই।