কুমোরটুলিতে টুইঙ্কল খন্না। পড়ন্ত শীতের দুপুরে, কলকাতার কুমোরপাড়ায় গিয়ে সময় কাটালেন অভিনেত্রী। একই সঙ্গে ভাগ করে নিলেন অভিজ্ঞতা।
সম্প্রতি, কলকাতায় দু’টি অনুষ্ঠানে যোগ দিতে আসেন টুইঙ্কল। অভিনেত্রী জানিয়েছেন, কাজের ফাঁকেই সময় করে তিনি পৌঁছে যান উত্তর কলকাতার কুমোরটুলিতে। সেখানে কাটানো মুহূর্ত সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন টুইঙ্কল। ইনস্টাগ্রামে সফরের একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘‘কলকাতায় এসে ভাগ্যক্রমে কুমোরটুলিতে সময় কাটাতে পারলাম। আমি নিজের জন্য কিছু শোলার কারুকার্য কিনেছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে কী ভাবে শিল্পীরা দুর্গাপ্রতিমা তৈরি করেন, তাঁদের মুখে সেই গল্পও শুনেছি।’’
আরও পড়ুন:
টুইঙ্কলের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে নীল জিন্স এবং নীল ব্লেজ়ার। কুমোরটুলিতে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। তবে এখানেই শেষ নয়। কলকাতায় এসে স্থানীয় খাবারও চেখে দেখেছেন টুইঙ্কল। জানিয়েছেন, কলকাতার একটি জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কলকাতা থেকে নিজের জন্য পোশাক কেনার জন্য একটি জনপ্রিয় বুটিকেও যান অভিনেত্রী। এরই সঙ্গে অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অক্ষয় কুমারের ঘরনি। ঘুরতে গিয়ে কোন কোন জিনিসটা কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, অনুরাগীদের কাছে তা জানতে চেয়েছেন টুইঙ্কল।
টুইঙ্কল মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁর বিভিন্ন ভ্রমণের ঝলক তুলে ধরেন। পাশাপাশি লেখক হিসাবে নিজের নতুন কাজ নিয়েও অনুরাগীদের সঙ্গে আলোচনায় মাতেন তিনি।