‘রঘু ডাকাত’ থেকে শুরু করে ‘কাকাবাবু’। বছরের শুরুতেই একাধিক ঘোষণায় চমক হাজির করেছে প্রযোজনা সংস্থা এসভিএফ। শুক্রবার সন্ধ্যায় এসভিএফ এবং ‘হইচই’ চলতি বছরে তাদের নতুন কাজের ঘোষণা করতে চলেছে। পোশাকি নাম ‘গল্পের পার্বণ ১৪৩২’। তার আগেই টলিপাড়ার অন্দরে একাধিক তারকাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। কী কী থাকতে পারে নতুন ঘোষণায়?
আরও পড়ুন:
২০২২ সালে সোনাদার শেষ অভিযান দর্শকের সামনে আসে। শোনা যাচ্ছে, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর পর ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার ফিরছে সোনাদা, আবির এবং ঝিনুক। ছবিটির নাম নাকি ‘সপ্তডিঙার গুপ্তধন’। পাশাপাশি এ রকমও শোনা যাচ্ছে, এ বারে এই ফ্র্যাঞ্চাইজ়িকে নির্মাতারা জাতীয় পর্যায়ের দর্শকের কাছে পৌঁছে দিতে ইচ্ছুক। এই ছবির ফার্স্ট লুক আজ,শুক্রবারই প্রকাশ্যে আসতে পারে। অন্য দিকে এই মুহূর্তে দেবকে নিয়ে ‘রঘু ডাকাত’ ছবিটির প্রস্তুতি নিচ্ছেন ধ্রুব। এর আগে আংশিক ভাবে ছবিতে দেবের দুটো লুক দর্শকের কৌতূহল বাড়িয়েছে। খবর, শুক্রবার সন্ধ্যায় দেবের নতুন লুক প্রকাশ করতে পারেন নির্মাতারা।

সোনাদা সিরিজ়ের একটি ছবিতে (বাঁ দিক থেকে) ইশা সাহা, আবীর চট্টোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
পরমব্রত চট্টোপাধ্যায় এর আগে এই ওটিটি মাধ্যমে একাধিক ওয়েব সিরিজ় পরিচালনা করেছেন। শোনা যাচ্ছে, নতুন বছরে তিনি নিয়ে আসছেন একাধিক নতুন কাজ। পাশাপাশি আজ সন্ধ্যায় অনুষ্ঠানের সঞ্চালনার ভারও তাঁরই কাঁধে। সূত্রের দাবি, নেপথ্যে রয়েছে অন্য চমক।
বছর শেষেই প্রযোজনা সংস্থার ‘সন্তান’ ছবিতে দর্শক শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখেছেন। শুভশ্রীর নতুন কাজ নিয়েও কৌতূহল দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, আজ সন্ধ্যায় অভিনেত্রীর নতুন কাজের ঘোষণা হতে পারে। সূত্রের দাবি, নতুন চরিত্রটি দর্শকের জন্য নিঃসন্দেহে চমক হতে চলেছে। কিন্তু তিনি কি নতুন ছবিতে ফিরবেন, না কি ওয়েব সিরিজ়ে, তা এখনও স্পষ্ট নয়।
এই সন্ধ্যার অন্যতম চমক হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছিল, চন্দ্রাশিস রায়ের পরিচালনায় বড় পর্দায় ফিরছে কাকাবাবু। নামভূমিকায় চরিত্রে প্রসেনজিৎ থাকলেও সন্তুর চরিত্রে থাকছেন অর্ঘ্য বসু রায়। শোনা যাচ্ছে, আজ সন্ধ্যায় এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসতে চলেছে। এ ছাড়়াও থাকছে একাধিক চমক। তা প্রকাশ্যে আসতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।