রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। নিযুক্তদের এন্ট্রি পে বাবদ মাসে ২২,৬০০ টাকা ছাড়া অন্যান্য খাতেও ভাতা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের বিকম অনার্স ডিগ্রি এবং অ্যাকাউন্ট্যাস অ্যাসিস্ট্যান্ট বা সমগোত্রীয় পদে কাজের ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন অন্যান্য বিষয়ে দক্ষতারও। মূল বিজ্ঞপ্তিতে এ ছাড়াও অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ৭ এবং ১০ এপ্রিল। এর পর সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।