কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কাজের সুযোগ। প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠান অধীনস্থ কলেজ অফ নার্সিংয়ের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিংয়ে নিয়োগ হবে অ্যাসোসিয়েট প্রফেসর বা রিডার পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে সপ্তম বেতন কমিশনের লেভেল ১২-এর বেতন কাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর থাকতে হবে। পাশাপাশি, আট বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই আট বছরের মধ্যে পাঁচ বছর নার্সিং নিয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানানোর পর উল্লিখিত ঠিকানাতেও সমস্ত নথি পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ২,৮৩২ এবং ৩,৫৪০ টাকা। আগামী ২১ এপ্রিল অনলাইন আবেদনের শেষ দিন। অফলাইনে নথি পাঠাতে হবে ৬ মে-র মধ্যে। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।