কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে অনলাইনেই।
প্রতিষ্ঠানে মোট ছ’টি বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এগুলি হল— ক্লোদিং প্রোডাকশন টেকনোলজি, ফ্যাশন নিটওয়্যার প্রোডাকশন টেকনোলজি, অ্যাপারেল ডিজ়াইন অ্যান্ড ফ্যাশন টেকনোলজি, ফ্যাশন ক্লোদিং টেকনোলজি, ডিজ়াইন ইন বুটিক অ্যাপারেল অ্যাক্সেসারিজ় এবং ফ্যাশন অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসারিজ় ডিজ়াইন। এসবই প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম (সিইপি)-এর অন্তর্ভুক্ত।
আরও পড়ুন:
উপরের কোর্সগুলির মেয়াদ এক বছর। সপ্তাহে পাঁচদিন সমস্ত কোর্সের ক্লাস নেওয়া হবে প্রতিষ্ঠানেই। বিভিন্ন কোর্সে মোট ৩০/ ৩৫ অথবা ৪০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
সমস্ত কোর্সে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু বিষয়ের ক্ষেত্রে এক-দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে ভাল।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ মার্চ নথি পাঠানোর শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।