শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, পোর্টের কলকাতা ডক সিস্টেমে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
কলকাতা ডক সিস্টেমের মেরিন বিভাগে নিয়োগ হবে ট্রেনি ডক পাইলট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১০। তাঁদের প্রথমে এক বছর পোর্টে প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষায় উত্তীর্ণেরা এর পর মেরিন সার্ভিস বোর্ড প্রদত্ত ডক পাইলট লাইসেন্স হাতে পাবেন। সংশ্লিষ্ট পদে তাঁদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
ওই পদে আবেদনকারীদের নটিক্যাল সায়েন্সে বিএসসি ডিগ্রি/ সেকেন্ড মেট এফজি বা ড্রেজ মেট গ্রেড-১ যোগ্যতা/ সেকেন্ড মেট এফজি বা ড্রেজ মেট গ্রেড-২ যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ২৫, ৩০ এবং ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুন:
প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা। পরীক্ষায় উত্তীর্ণ হলে নিযুক্তদের পারিশ্রমিক বেড়ে মাসে ৫৭,০০০ টাকা হবে। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।