১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ‘সহানুভূতি হাওয়া’য় এই কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। ওই ব্যতিক্রম বাদ দিলে ১৯৬৭ থেকে ২০০৪ পর্যন্ত কখনও জয়নগর বামেদের বিমুখ করেনি। কিন্তু ২০০৯ থেকে পরিস্থিতি বদলে যায়। ২০১৯ পর্যন্ত টানা তিনটি ভোটে জেতেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনেই (পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার এবং মগরাহাট পশ্চিম) জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় (১ জুন)।