Advertisement
Back to

বনগাঁ (এসসি)

পশ্চিমবঙ্গ

২০০৯-এর আসন পুনর্বিন্যাসে বারাসত লোকসভা ভেঙে তৈরি হয়েছিল এই কেন্দ্র। ২০০৯ থেকে টানা তিন বার (২০১৫-র উপনির্বাচন-সহ) মতুয়া সম্প্রদায় প্রভাবিত বনগাঁ ছিল তৃণমূলের দখলে। ২০১৯-এ বিজেপির ‘মতুয়া মুখ’ শান্তনু ঠাকুর তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেন। ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত ছ’টি বিধানসভা আসন কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় জিতেছিল বিজেপি। এক মাত্র স্বরূপনগরে জয়ী হয়েছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট ছিল পঞ্চম দফায় (২০ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

ব্যারাকপুর, দমদম, বারাসত অন্যান্য
Advertisement
Advertisement