২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয়েছিল এই লোকসভা কেন্দ্র। প্রথম ভোটে জিতেছিলেন সিপিএম প্রার্থী সইদুল হক। ২০১৪-য় তাঁকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সঙ্ঘমিতা। বিজেপি ছিল তৃতীয় স্থানে। কিন্তু ২০১৯ সালে বর্ধমান-দুর্গাপুরে এক নম্বরে উঠে আসে তারা। জয়ী হন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছ’টিই (বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি এবং দুর্গাপুর পূর্ব) গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। বিজেপি জিতেছিল শুধু দুর্গাপুর পশ্চিমে। এই কেন্দ্রে ভোট ছিল চতুর্থ দফায় (১৩ মে)।