Advertisement
Back to

আরামবাগ (তফঃ)

পশ্চিমবঙ্গ

এই লোকসভা কেন্দ্রে কখনও কংগ্রেস প্রার্থী জিততে পারেননি! কখনও ফরওয়ার্ড ব্লক, কখনও সিপিআই, কখনও জনতা পার্টি, কখনও সিপিএম জিতেছে। সিপিএমের সাত বারের সাংসদ অনিল বসু এই কেন্দ্র থেকে ২০০৪-এ ৫ লক্ষ ৯২ হাজার ভোটে জিতে সর্বভারতীয় রেকর্ড গড়েছিলেন। ২০১১-য় রাজ্যে পালাবদলের পরে অবশ্য হেরে যায় সিপিএম। ২০১৪ এবং ২০১৯-এ জেতেন তৃণমূলের অপরূপা পোদ্দার। শেষ বার মাত্র ১,০৪২ ভোটে। ’২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানকুল আসনে বিজেপি জেতে। হরিপাল, তারকেশ্বর, চন্দ্রকোনা আসনে জেতে তৃণমূল। এই কেন্দ্রে ভোট ছিল পঞ্চম দফায় (২০ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

তমলুক, কাঁথি, ঘাটাল অন্যান্য
Advertisement
Advertisement