Advertisement
Back to

হুগলি

পশ্চিমবঙ্গ

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী ভোটে এই কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। ওই ব্যতিক্রম বাদ দিলে ১৯৫৭ থেকে ২০০৪ পর্যন্ত হুগলিতে বার বার জয়ী হয়েছিল বামেরা। ২০০৯ এবং ২০১৪-য় তৃণমূলের রত্না দে নাগ জয়ী হলেও ২০১৯-এ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। কিন্তু তার দু’বছরের মাথাতেই পদ্মশিবিরে ভাটার টান নজরে আসে। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের (সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনিয়াখালি) মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এই কেন্দ্রে ভোট ছিল পঞ্চম দফায় (২০ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

আরামবাগ (তফঃ), তমলুক, কাঁথি অন্যান্য
Advertisement
Advertisement