১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী ভোটে এই কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। ওই ব্যতিক্রম বাদ দিলে ১৯৫৭ থেকে ২০০৪ পর্যন্ত হুগলিতে বার বার জয়ী হয়েছিল বামেরা। ২০০৯ এবং ২০১৪-য় তৃণমূলের রত্না দে নাগ জয়ী হলেও ২০১৯-এ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। কিন্তু তার দু’বছরের মাথাতেই পদ্মশিবিরে ভাটার টান নজরে আসে। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের (সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনিয়াখালি) মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এই কেন্দ্রে ভোট ছিল পঞ্চম দফায় (২০ মে)।