Advertisement
Back to

বহরমপুর

পশ্চিমবঙ্গ

স্বাধীনতার পর থেকে টানা সাত বার এই আসনে জিতেছিলেন কিংবদন্তি বাম নেতা আরএসপির ত্রিদিব চৌধুরী। ১৯৮৪-তে ‘ইন্দিরা হাওয়ায়’ কংগ্রেস জিতলেও তার পর টানা চার বার ফের বাম দখলে ছিল বহরমপুর। ১৯৯৮ থেকে কংগ্রেসনেতা অধীর চৌধুরী উপর্যুপরি পাঁচটি ভোটে জিতেছেন এই কেন্দ্রে। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে কংগ্রেস ‘শূন্য’। বহরমপুর বিধানসভাতেও জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা এবং নওদায়। এই কেন্দ্রে ভোট ছিল চতুর্থ দফায় (১৩ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement