Advertisement
Back to

ঝাড়গ্রাম (এসটি)

পশ্চিমবঙ্গ

কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের হাত ঘুরে ১৯৭৭ সালে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের এই আসন গিয়েছিল সিপিএমের দখলে। সেই জয়ের ধারা বজায় ছিল টানা ১০ বার। ২০০৯-এর লোকসভা ভোট পর্যন্ত। ২০১৪ সালে তৃণমূল জয়ী হলেও পাঁচ বছরের মাথাতেই বদল ঘটায় ঝাড়গ্রাম। জোড়াফুলকে হারিয়ে জয়ী হন পদ্ম প্রতীকের প্রার্থী কুনার হেমব্রম। কিন্তু তার দু’বছরের মাথাতেই ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে ঝাড়গ্রাম লোকসভার সাতটি বিধানসভাতেই (নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বিনপুর, শালবনি এবং বান্দোয়ান) জেতেন তৃণমূল প্রার্থীরা! এই কেন্দ্রে ভোট ছিল ষষ্ঠ দফায় (২৫ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া অন্যান্য
Advertisement
Advertisement