১৯৫২-র প্রথম সাধারণ নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এর পরে দীর্ঘ দিন ধরে বাম এবং কংগ্রেসের মধ্যে হাতবদল হয়েছে দক্ষিণ কলকাতা। সেই পরম্পরা ভেঙে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূলের প্রার্থী হিসাবে টানা ছ’বার এই কেন্দ্রে জেতেন তিনি। বঙ্গের এক মাত্র এই কেন্দ্রেই তৃণমূল কখনও হারেনি। ২০১৯-এ জয়ী হন মালা রায়। ২০২১-এর বিধানসভা ভোটে সাতটি আসনেই (কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ) জেতে তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় (১ জুন)।