১৯৭৭-এ বাংলায় বামশাসন শুরুর পর থেকেই সিপিএমের ‘নিরাপদ’ আসন ছিল জলপাইগুড়ি। ১৯৮০ থেকে টানা ন’বার জেতার পরে ২০১৪-য় তৃণমূলের বিজয়চন্দ্র বর্মণের কাছে পরাস্ত হন বামপ্রার্থী। ২০১৯-এ আবার বিজয়চন্দ্রকে হারান বিজেপির জয়ন্তকুমার রায়। ২০২১-এ নীলবাড়ির লড়াইয়ে মেখলিগঞ্জ, জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং মাল বিধানসভায় জিতেছিল তৃণমূল। ধূপগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি। ২০২৩-এ উপনির্বাচনে ধূপগুড়ি ছিনিয়ে নেয় তৃণমূল। এই কেন্দ্রে ভোট ছিল প্রথম দফায় (১৯ এপ্রিল)।