Advertisement
Back to

ডায়মন্ড হারবার

পশ্চিমবঙ্গ

১৯৫২-র প্রথম সাধারণ নির্বাচনে ডায়মন্ড হারবার গিয়েছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টির দখলে। ১৯৬৭ সাল থেকে ২০০৪ পর্যন্ত টানা ১২টি লোকসভা ভোটে সিপিএমের জেতা এই কেন্দ্রের ‘ধারাবাহিকতা’ ভেঙেছিল ২০০৯-এ। জিতেছিলেন তৃণমূলের সোমেন মিত্র। এর পর ২০১৪ এবং ২০১৯-এ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজে জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় (১ জুন)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর অন্যান্য
Advertisement
Advertisement