Advertisement
Back to

বোলপুর

পশ্চিমবঙ্গ

১৯৭১ থেকে ২০০৯ পর্যন্ত টানা ১২বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী। ১৯৮৫ সালের ‘হাই ভোল্টেজ’ উপনির্বাচনে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায় হারিয়েছিলেন কংগ্রেসের সিদ্ধার্থশঙ্কর রায়কে। ২০১৪-য় সিপিএমের বিদায়ী সাংসদ রামচন্দ্র ডোমকে হারিয়ে জেতেন তৃণমূলের অনুপম হাজরা। ২০১৯-এ জয়ী তৃণমূলেরই অসিতকুমার মাল। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে সবক’টিতেই (কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর) জয়ী তৃণমূল। এই কেন্দ্রে ভোট ছিল চতুর্থ দফায় (১৩ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কোচবিহার (এসসি), আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement