Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IGNOU Admission 2024

১৩টি নতুন কোর্স চালু ইগনু-র, রয়েছে চারটি বিষয়ে এমবিএ-র সুযোগও

বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু দিন আগেই এমবিএ ইন হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

IGNOU

ইগনু। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৪ ১৭:৪৫
Share: Save:

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) ১৩টি নতুন বিষয়ে কোর্স চালু করতে চলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের তরফে বিবিধ বিষয়ে কোর্সগুলি করানো হবে।

বিশ্ববিদ্যালয়ের ১৩টি নতুন কোর্সের মধ্যে চারটি নতুন বিষয়ে মাস্টার অফ বিজ়নেস ম্যানেজমেন্ট (এমবিএ) কোর্সও রয়েছে। পড়ুয়াদের জন্য কোন কোন নতুন কোর্স চালু করছে বিশ্ববিদ্যালয়, এক ঝলকে দেখে নেওয়া যাক—

১) এমবিএ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট

২) এমবিএ ইন লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট

৩) এমবিএ ইন এগ্রি বিজ়নেস ম্যানেজমেন্ট

৪) এমবিএ ইন হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট

৫) পিজি ডিপ্লোমা ইন রিহ্যাবিলিটেশন সাইকোলজি

৬) পিজি ডিপ্লোমা ইন ডিজ়াস্টার রিস্ক এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট

৭) এমএ ইন গীতা স্টাডিজ়

৮) সার্টিফিকেট প্রোগ্রাম ইন আর্লি চাইল্ডহুড স্পেশ্যাল এডুকেশন এনেব্লিং ইনক্লুশন- ভিস্যুয়াল ইম্পেয়ারমেন্ট

৯) সার্টিফিকেট প্রোগ্রাম ইন আর্লি চাইল্ডহুড স্পেশ্যাল এডুকেশন এনেব্লিং ইনক্লুশন- হিয়ারিং ইম্পেয়ারমেন্ট

১০) সার্টিফিকেট প্রোগ্রাম ইন আর্লি চাইল্ডহুড স্পেশ্যাল এডুকেশন এনেব্লিং ইনক্লুশন- ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি

১১) এমএসসি (হোম সায়েন্স-কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশান ম্যানেজমেন্ট)

যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু দিন আগেই এমবিএ ইন হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই ভাবে, এমবিএ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোর্সেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে আগ্রহীদের স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ (সংরক্ষিতদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) হতে হবে। কোর্সগুলি দু’বছরের হলেও সর্বাধিক চার বছরের মধ্যে সংশ্লিষ্ট কোর্সগুলি শেষ করতে পারবেন পড়ুয়ারা। কোর্সগুলির বিষয়বস্তু পড়ানো হবে ইংরেজিতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE