মনোনয়নের শেষ দিনেও শাসকদলের তাণ্ডব চলল রাজ্য জুড়ে। অধিকাংশ ক্ষেত্রেই মনেোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীরা শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হল। সব জেলাতেই ছবিটা মোটামুটি একই। এ দিন সকালেই সুপ্রিম কোর্ট এ রাজ্যের পঞ্চায়েত ভোট থেকে হাত তুলে নেয়। তার পর আরও উদ্দীপ্ত হয়ে পড়ে শাসকদলের কর্মীরা। মনোনয়ন পর্ব শেষ হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদের দখল নেয় তৃণমূল।
তবে রাজ্য জুড়ে এই অশান্তির আবহের মধ্যেও ভাল খবর। বাংলার মেয়ে মেহুলি ঘোষ মাত্র ১৭ বছর বয়সে কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রুপো জিতে নিলেন। শুটিংয়ে জিতুর রাইয়ের সোনা, বাজিমাত টেবল টেনিস, মিক্সড ডবলস-এও।
সারাদিনে আর কী কী ঘটল দেখে নিন:
• গুলি-বোমা, রাস্তায় ফেলে মহিলাদেরও মার! শেষ দিনেও তাণ্ডব জেলায় জেলায়
সুপ্রিম কোর্ট হাত তুলে নিতেই যেন আরও উদ্দীপ্ত হয়ে ময়দানে নেমে পড়ল শাসকদল। আজই মনোনয়নের শেষ দিন। বিভিন্ন জেলা থেকেই খবর আসতে শুরু করেছে মারদাঙ্গার। অধিকাংশ ক্ষেত্রেই মনেোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীরা শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ— সব জেলাতেই ছবিটা মোটামুটি একই। সবিস্তার পড়তে ক্লিক করুন
• পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিরোধী শিবিরকে হতাশ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে রাজ্যের শাসক দলকে স্বস্তি দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, পঞ্চায়েত ভোটে তারা কোনও হস্তক্ষেপ করবে না। এই রায় স্বস্তির হল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষেও। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ফার্স্ট বয় কেষ্ট! মনোনয়ন শেষের আগেই জেলা পরিষদ তৃণমূলের
মনোনয়ন পর্ব শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল জয় পাওয়ার খেল। প্রথম পুরস্কার অবশ্যই পাচ্ছেন অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্টদা’।কেষ্টর জেলা বীরভূমে জেলা পরিষদ দখল নিয়ে কোনও লড়াই-ই নেই আর। জেলা পরিষদের একটি মাত্র আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। বামফ্রন্ট এবং কংগ্রেস তা-ও পারেনি। সবিস্তার পড়তে ক্লিক করুন
• সিরিয়ায় ‘রহস্যময়’ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বহু
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে হুমকি আসার পর এক দিনও কাটল না, সিরিয়ার তাইফুরে বিমান বাহিনীর ছাউনিতে আছড়ে পড়ল ‘রহস্যময়’ ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে বলে সোমবার দাবি করেছে সিরিয়ার আসাদ প্রশাসন। প্রশ্ন উঠছে হামলার পেছনে কারা? সবিস্তার পড়তে ক্লিক করুন
• শুটিংয়ে জিতুর সোনা, ভারোত্তলনে রুপো
গোল্ড কোস্টে সোনার দৌড় অক্ষুণ্ণ রাখল ভারত। কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনেও সোনা দিয়েই শুরু করল ভারত। সৌজন্যে ভারতীয় শুটাররা। পাশাপাশি নিজেদের সোনার ফর্ম বজায় রেখে পদক জিতলেন ভারোত্তলকরাও। সবিস্তার পড়তে ক্লিক করুন
• হামলার ছক, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাক কূটনীতিক
এই প্রথম কোনও পাক কূটনীতিকের নাম ঢুকে পড়ল ভারেতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র দাবি, কাজের সুবাদে শ্রীলঙ্কায় থাকার সময় আমির জুবেইর সিদ্দিকি নামের ওই পাক কূটনীতিক ২৬/১১-র ধাঁচে ভারতের বিভিন্ন শহরে হামলার ছক করেছিলেন। সবিস্তার পড়তে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy