Advertisement
২৩ অক্টোবর ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

ক্ষুধা ও হিংসার প্রকট রূপ

তরুণ শিল্পী সুশান্ত বড়ালের ছবির একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমিতে। যে দারিদ্র ও বিপন্নতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে আমাদের সমাজজীবনে তা তাঁকে ব্যথিত করেছে। সেখান থেকেই তিনি তুলে এনেছেন তাঁর শিল্পর রূপ ও বিষয়।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০০:০৫
Share: Save:

তরুণ শিল্পী সুশান্ত বড়ালের ছবির একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমিতে। যে দারিদ্র ও বিপন্নতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে আমাদের সমাজজীবনে তা তাঁকে ব্যথিত করেছে। সেখান থেকেই তিনি তুলে এনেছেন তাঁর শিল্পর রূপ ও বিষয়। বিন্দুমাত্রিক বিচ্ছুরণে করা কালি-লমের বেশ কিছু ড্রয়িং আছে প্রদর্শনীতে। শীর্ষ অবয়ব বিন্যাসে নিজস্ব এর আঙ্গিক পদ্ধতি গড়ে তুলেছেন সেখানে। ক্যানভাসগুলিতে প্রেক্ষাপটে শূন্য পরিসর রেখে সে রকমই শীর্ণ দীর্ঘায়ত শরীরসংস্থানে ক্ষুধা ও হিংসার প্রকট রূপ অভিব্যক্ত করেছেন। প্রতিবাদী দায়বোধই তাঁর প্রকাশের প্রধান প্রেরণা।

প্রদর্শনী

চলছে

আইসিসিআর: ‘আমাদের সুব্রত’ আজ শেষ।

কেমোল্ড: দীপন বন্দ্যোপাধ্যায় কাল শেষ।

বিড়লা অ্যাকাডেমি: সুদীপ দত্ত কাল শেষ।

অ্যাকাডেমি: ড্রিমল্যান্ড স্কুলের প্রদর্শনী ২১ পর্যন্ত।

কল্যাণ চক্রবর্তী, দীপঙ্কর রায় প্রমুখ ২১ এপ্রিল পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

painting exhibition mrinal ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE