Know the story behind dakini and yogini ahead of kali puja dgtl
Dakini and yogini
কালী ঠাকুরের পাশেই ডাকিনী এবং যোগিনীর স্থান, জেনে নিন তাঁদের নেপথ্যের কাহিনি
কথিত, কালীপুজোর আগে ভূতচতুর্দশীর রাতে কালীর অনুচর ভুত-প্রেতের দল নেমে আসে মর্ত্যে। তার সঙ্গেই নেমে আসেন এই দুই বিশেষ সহচরী, ডাকিনি ও যোগিনী।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২৩:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দুর্গাপুজো শেষ। তাতে কী! কালীপুজো এসে গেল বলে! সে দিনও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন অনেকেই।
০২০৮
কালীপুজোর মণ্ডপে খেয়াল করবেন, মা কালীর পাশেই দেখা মেলে দুই ভয়ানক নারী মূর্তির– ডাকিনী ও যোগিনী। জানেন তাঁরা কারা?
০৩০৮
অনেকেই কিন্তু জানেন না তাদের সম্পর্কে, জানেন না তাদের বিশেষত্ব বা কাহিনি। পরিচয় করানো যাক ডাকিনী-যোগিনীর সঙ্গে।
০৪০৮
কথিত, কালীপুজোর আগে ভূতচতুর্দশীর রাতে কালীর অনুচর ভুত-প্রেতের দল নেমে আসে মর্ত্যে। তার সঙ্গেই নেমে আসেন এই দুই বিশেষ সহচরী, ডাকিনি ও যোগিনী। এই রাতে ঘর আলো করে চোদ্দো প্রদীপ দেওয়ার রীতি চলে আসছে বহু দিন ধরেই।
০৫০৮
ডাকিনী ও যোগিনীকে বিভিন্ন ভয়ঙ্কর অবয়বে পুজো মণ্ডপে দেখা যায়। অনেকেই তাদের রাক্ষসী ভেবে ফেলেন। কিন্তু আদৌ কি তারা রাক্ষসী?
০৬০৮
এই ডাকিনি-যোগিনী কারা, তা নিয়ে অনেকের অনেক রকম মতবিরোধ আছে। পুরাণ অনুসারে, ডাকিনী ও যোগিনী হল মা কালীর দুই অনুচর।
০৭০৮
কালীপুজোর সময়ে বিধিনিয়ম মেনে মা কালীর পাশাপাশি তাদেরও পুজো করা হয়।
০৮০৮
নামের মধ্যেই এদের পরিচয় মেলে। ডাকিনী শব্দে 'ডাক' এর অর্থ জ্ঞান অর্থাৎ ডাকিনী এক জন জ্ঞানী নারী। অপর দিকে যোগিনী শব্দে যোগী অর্থাৎ শক্তির উপাসককে বোঝায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ