Advertisement
২৩ অক্টোবর ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

অন্তঃসারশূন্যতার প্রতীকী দৃশ্য

মৃণাল ঘোষজয়ন্তকুমার পাল পুলিশ আধিকারিক হিসাবে কর্মরত। পাশাপাশি চিত্রকলার চর্চাও করে গেছেন। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক ‘ডিসসিমুলেশন’। ১৪টি ছবির মধ্যে ১২টিতে কোলাজ ব্যবহার করেছেন।

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ২২:৩৫
Share: Save:

জয়ন্তকুমার পাল পুলিশ আধিকারিক হিসাবে কর্মরত। পাশাপাশি চিত্রকলার চর্চাও করে গেছেন। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক ‘ডিসসিমুলেশন’। ১৪টি ছবির মধ্যে ১২টিতে কোলাজ ব্যবহার করেছেন। জীবনের ভিতর যে অন্তঃসারশূন্যতা তারই প্রতীকী দৃশ্যকল্প নির্মাণ করেছেন বিভিন্ন ছবিতে। পুলিশি ব্যন্ডের অনুষঙ্গও এসেছে কয়েকটি ছবিতে। অনেক রচনাতেই বিশ্লেষণাত্মক ঘনকবাদের পরিসর-বিভাজনরীতির ব্যবহার লক্ষ করা যায়। এই জ্যামিতিকতার মধ্য দিয়ে এক বর্ণিল ঐকতান গড়ে তুলেছেন। নিজস্ব আঙ্গিকপদ্ধতির জন্যই এই চিত্রমালা অভিঘাত সৃষ্টি করে।

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: সৌমেন কর আজ শেষ। উৎপল দত্ত, কৌশিক রাহা প্রমুখ ১৪ এপ্রিল পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘সৃজন’ কাল শেষ।

শ্রী আর্ট গ্যালারি: প্রতাপ মান্না, বিজয় বিশ্বাস প্রমুখ ১৮ এপ্রিল পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

mrinal gosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE