‘আরএক্স৬’। সম্প্রতি কলকাতায় এর প্রদর্শনে সংস্থা-কর্তা অরুণ মলহোত্র।
কোরিয়ার শাখা সংস্থা স্যাংইয়াং-এর সঙ্গে যৌথ ভাবে গাড়ির ছ’টি ইঞ্জিন তৈরি করছে মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা। আগামী দিনে দুই সংস্থার গাড়িতেই ব্যবহৃত হবে ওই ইঞ্জিনগুলি। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার চিফ সেলস অফিসার (অটোমোটিভ বিভাগ) অরুণ মলহোত্র জানিয়েছেন, ব্যবসার বাড়ানোর জন্য দুই সংস্থার দক্ষতাকে কাজে লাগানোই এই প্রয়াসের মূল লক্ষ্য।
পাশাপাশি, স্যাংইয়াং-এর দামি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল্ (এসইউভি) ব্র্যান্ড রেক্সটনের নতুন মডেল ‘আরএক্স৬’ ভারতের বাজারে এনেছে মহীন্দ্রা। ইউটিলিটি ভেহিকল্ (ইউভি) বলে পরিচিত বড় ধরনের গাড়ির ক্ষেত্রে এমনিতেই ভারতের বাজারের সিংহভাগ মহীন্দ্রার দখলে। সেই বাজারকেই যে তাঁরা আরও বাড়াতে চান, সেই ইঙ্গিত আগেও বহু বারই দিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ। এ বার সেই পথে হেঁটেই ‘আরএক্স৬’ ভারতে চালু করল তারা। উল্লেখ্য, বিভিন্ন ধরনের ইউভি-র মধ্যে অন্যতম একটি হল এসইউভি। বর্তমানে মহীন্দ্রা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থা স্যাংইয়াং দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ এসইউভি প্রস্তুতকারক সংস্থা।
কলকাতায় ‘আরএক্স৬’-এর দাম ২০.৫১ লক্ষ টাকা। সংস্থা জানিয়েছে, দামি এসইউভি-র বাজারে অংশীদারি বাড়াতে, কম দামে বাড়তি সুবিধা দিয়ে ক্রেতা টানার লক্ষ্যেই এই নতুন গাড়িটি এনেছে তারা। তাদের দাবি, গাড়িটিতে একগুচ্ছ বাড়তি সুবিধা পাবেন ক্রেতারা। বাজারে এখন রেক্সটনের দু’টি মডেল বিক্রি হয়, ‘আরএক্স৫’ এবং আরএক্স৭’। ওই দুই গাড়ির মাঝের গাড়িটি হল ‘আরএক্স৬’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy