ব্যবসার পরিধি বাড়িয়ে পায়ের তলার জমি আরও শক্ত করতে এ বার ইন্টারনেটে পোশাক কেনাকাটার সংস্থা মিন্ত্রার সিংহভাগ অংশীদারি কিনতে চলেছে ফ্লিপকার্ট। সংশ্লিষ্ট মহলের খবর আজ, বৃহস্পতিবারই এই ঘোষণা করতে পারে দুই ই-রিটেল সংস্থা। সে ক্ষেত্রে তাদের মধ্যে চুক্তির অঙ্ক দাঁড়াতে পারে ২ হাজার কোটি টাকা। যদিও, বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি কোনও পক্ষই।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন ই-রিটেল বহুজাতিক অ্যামাজন ভারতের বাজারে পা রাখার পর থেকে নেটে কেনাকাটার জগতে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। যা ধারণা করা গিয়েছিল, তার থেকেও দ্রুত বাড়ছে অ্যামাজনের ব্যবসার বহর। এই অবস্থায় প্রতিযোগিতায় যুঝতে এক দিনে পণ্য পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন পরিষেবা করেছে এ দেশে নেটে কেনাকাটার বৃহত্তম সংস্থা ফ্লিপকার্ট। প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন করে নিজেদের পরিকল্পনা খতিয়ে দেখতে বাধ্য হচ্ছে স্ন্যাপডিল ইত্যাদি সংস্থা।
এই পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরেই মিন্ত্রার সঙ্গে ফ্লিপকার্টের চুক্তি নিয়ে জল্পনা চলছিল বাজারে। অ্যামাজনেরই দুই প্রাক্তন কর্মী সচিন বনসল ও বিন্নি বনসলের হাত ধরে ২০০৭ সালে নেটে বই কেনাকাটার সংস্থা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে ফ্লিপকার্ট। ধীরে ধীরে ব্যবসা ছড়ায় অন্যান্য পণ্যেও। চলতি বছরেই তারা পেরিয়ে গিয়েছে ৬ হাজার কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা। ২০১৫-এ সেই মাইলফলক ছোঁওয়ার আশা করলেও, তার এক বছর আগেই সেখানে পৌঁছেছে সংস্থাটি। এ বার পোশাকের কেনাকাটায় তাদের দখল আরও বাড়ানার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, বেশ ক’বছর ধরেই দেশে বাড়ছে নেটে কেনাকাটার অভ্যাস। পোশাক ও বৈদ্যুতিন পণ্য ছাড়াও গৃহসজ্জা ও গেরস্থালির পণ্য কিনতে এখন অনেকেই নেট ঘাঁটেন। এর হাত ধরেই তৈরি হয়েছে ৩০০ কোটি ডলারের বাজার। আগামী দিনে নেটের প্রসার ঘটলে এই বাজার আরও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy