এটিএম ব্যবহারের জন্য ইউকো ব্যাঙ্কের গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে না বলে জানিয়ে দিলেন সিএমডি অরুণ কল। শুক্রবার ব্যাঙ্কের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, “আমরা চাই গ্রাহকদের মধ্যে এটিএমের ব্যবহার আরও বাড়ুক। তাই রিজার্ভ ব্যাঙ্ক অনুমতি দিলেও এটিএমে লেনদেন করার জন্য গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, সম্প্রতি দেশের ছ’টি মহানগরে বেশি বার এটিএম থেকে নিখরচায় টাকা তুললে গ্রাহকদের উপর তার খরচ চাপাতে ব্যাঙ্কগুলিকে অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তা অনুযায়ী, নিজস্ব সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, এমন ব্যাঙ্কের জন্য মাসে এটিএম লেনদেনের সীমা পাঁচ। অন্য ব্যাঙ্কের জন্য তা তিন। এর বেশি লেনদেন করলে প্রতিবার এটিএম ব্যবহারের জন্য ২০ টাকা দিতে হতে পারে গ্রাহককে। প্রসঙ্গত, দেশে ইউকো ব্যাঙ্কের ২,১৬২টি এটিএম রয়েছে।
এটিএম নিয়ে ঘোষণা ছাড়াও এ দিন আর্থিক ফলাফল প্রকাশ করেছে ইউকো ব্যাঙ্ক। এক দিকে শিল্পে ঋণের চাহিদা না-থাকা। অন্য দিকে অনুৎপাদক সম্পদ বৃদ্ধি। এই দুইয়ের জাঁতাকলে পড়ে চলতি অর্থবষের্র প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে নিট মুনাফা কমেছে ৫২০ কোটি টাকা। দাঁড়িয়েছে ১০৫ কোটিতে। এই সময়ে অনুৎপাদক সম্পদ উদ্ধার হয়েছে ৫০২ কোটি টাকা। তবে নতুন করে ২,১০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ তৈরিও হয়েছে। ফলে ওই খাতে আর্থিক সংস্থানও বাড়াতে হয়েছে ইউকো কর্তৃপক্ষকে।
এ ছাড়া কল বলেন, “বছর চারেক আগে মোট ঋণের ৭০ শতাংশই ছিল শিল্প ঋণ। এখন তা ৪০%।” এই অবস্থায় ব্যাঙ্কের আয় ও লাভ বাড়াতে খুচরো ঋণ ছাড়াও ছোট-মাঝারি শিল্পে ঋণ দেওয়ায় জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy