অমৃতসর-ডানকুনি পণ্য করিডরের মধ্যে পশ্চিমবঙ্গের রঘুনাথপুরে একটি শিল্প তালুক গড়ার জন্য রাজ্য প্রথম পর্যায়ে ২০০০ একর জমি দিচ্ছে। ওই প্রকল্পটির বিষয়ে কেন্দ্র নীতিগত অনুমোদন দিয়েছে বলে শনিবার জানিয়েছেন রাজ্যের শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। এ দিন কলকাতায় প্লাস্টিক শিল্পের সম্মেলন ‘ইন্ডপ্লাস ১৮’-র মঞ্চ থেকে ওই প্রকল্পের কথা জানিয়ে তাঁর দাবি, সেটি বাস্তবায়িত হলে শুধু সংলগ্ন এলাকাই নয়, গোটা রাজ্যের শিল্প ক্ষেত্রই উপকৃত হবে। গুজরাতের বিশাখা গোষ্ঠীর সিএমডি জিগিশ দোশি জানান, তিনি এ রাজ্যে একটি প্লাস্টিক কারখানা গড়তে ৩০০ কোটি টাকা লগ্নি করবেন।
অন্য দিকে, নবান্ন সূত্রের খবর, ভুট্টা প্রক্রিয়াকরণের জন্য গুজরাতের একটি সংস্থা মালদহের পার্কে ৩০০ কোটি টাকা লগ্নি করবে। এক কর্তা জানান, এর ফলে সেখানকার প্রায় ৫ হাজার চাষি উপকৃত হবেন। পাশাপাশি, আলু প্রক্রিয়াকরণের জন্য পেপসিকো রাজ্যে আরও ২৮০ কোটি টাকা লগ্নি করবে। এতে উপকৃত হবেন আরও প্রায় এক হাজার চাষি। এখন প্রায় ৩০ হাজার চাষি সংস্থাটির সঙ্গে যুক্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy