তেল ও গ্যাস নিষ্কাষণ সংস্থা কেয়ার্ন ইন্ডিয়াকে হাতে নেওয়ার জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অনুমতি পেল বেদান্ত লিমিটেড। মঙ্গলবার তারা জানিয়েছে, সেবি-র কাছ থেকে এই অধিগ্রহণ নিয়ে মতামত পাওয়ার পরই বিষয়টিতে সায় দিয়েছে দুই এক্সচেঞ্জ। উল্লেখ্য, গত জুনে নিজেদেরই শাখা কেয়ার্ন ইন্ডিয়াকে বেদান্তর সঙ্গে মিশিয়ে নিতে ২৩০ কোটি ডলার বা ১৪,৭২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল অনিল অগ্রবালের সংস্থাটি।
প্রসঙ্গত, গত মার্চের হিসাব অনুসারে বেদান্তর মূল সংস্থা লন্ডনের বেদান্ত রিসোর্সেস-এর ধারের পরিমাণ প্রায় ৭৭০ কোটি ডলার। পাশাপাশি, ভারতীয় শাখাটির ক্ষেত্রে সেই অঙ্ক প্রায় ৪৫৭ কোটি ডলার। অন্য দিকে, কেয়ার্নের হাতে প্রায় ২৮৫ কোটি ডলারের নগদ মজুত রয়েছে। নেই বাজারে কোনও ধারও। এই অবস্থায় ভারতে খনন ক্ষেত্রে বৃহত্তম বেসরকারি সংস্থা বেদান্তর লক্ষ্য, তাদের বিপুল পরিমাণ ঋণের বোঝার একাংশ কেয়ার্নের কাছ থেকে পাওয়া নগদের মাধ্যমে মিটিয়ে নেওয়া। বেদান্ত সূত্রের খবর, পুরোপুরি শেয়ারের মাধ্যমে এই লেনদেন ২০১৬-র মধ্যে সম্পূর্ণ হলে তৈরি হবে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ ভিত্তিক সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy