দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের জন্য কম খরচে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার কাজ রাজ্যে সাময়িক বন্ধ রেখেছে তিনটি তেল সংস্থা। তবে তাদের দাবি, শীঘ্রই তা শুরু হবে। গত আগস্টে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ চালু করেছিল কেন্দ্র। বুধবার পেট্রো-পণ্যের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের এগ্জিকিউটিভ ডিরেক্টর (পশ্চিমবঙ্গ) তথা তিনটি সংস্থার রাজ্য স্তরের সমন্বয়কারী রঞ্জন মহাপাত্র জানান, এখনও পর্যন্ত ওই প্রকল্পে এ রাজ্যে ১৯.৬ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘‘আগামী দিনে ফের তা চালুর জন্য গ্রাহকদের ‘কেওয়াইসি’ ও অন্যান্য নথি সংগ্রহ এবং সেগুলি যাচাইয়ের প্রস্তুতি পর্ব চলছে। শুধু নতুন সংযোগ দেওয়ার কাজে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। মাসখানেকের মধ্যেই তা ফের চালু হবে।’’ তিনি জানান, ওই সংযোগ দেওয়ার সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ সারা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে, উত্তরপ্রদেশের পরেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy