ভোডাফোন ইন্ডিয়া
৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে টেলি পরিষেবা সংস্থাটির মোট আয় ১২.৬% বেড়ে হয়েছে ৪২,৫২৬ কোটি টাকা। কার্যকরী মুনাফাও ১০,৮৪৭ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২,৬০৫ কোটিতে। ডেটা বা ইন্টারনেট এবং এম-পেসা ব্যবসার হাত ধরেই আয় এতটা বাড়ানো সম্ভব হয়েছে বলে ভোডাফোনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সংস্থার গ্রাহক সংখ্যাও। গ্রাহক পিছু গড় আয়ও চতুর্থ ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ২০০ টাকা।
কোলগেট পামোলিভ
তুর্থ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ২৩.৬৮% বেড়ে হয়েছে ১৬৩.৬৩ কোটি টাকা। কার্যকরী আয়ও ৯২৭.২৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০২৮.৫১ কোটিতে। বিক্রি বৃদ্ধির হাত ধরেই মুনাফা বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা সামান্য বেড়ে হয়েছে ৫৫৮.৯৮ কোটি টাকা। মোট আয়ও পৌঁছে গিয়েছে ৪,০০০ কোটির দোড়গোড়ায়।
টাটা কফি
নুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা বেড়েছে দ্বিগুণ। দাঁড়িয়েছে ৩৯.৪২ কোটিতে। মোট আয়ও গত বছরের ৩৯৭ কোটি থেকে বেড়ে হয়েছে ৪৫০ কোটি টাকা। কফি উৎপাদন ব্যবসা থেকে আয় বাড়ার কারণেই মুনাফা বেড়েছে সংস্থার। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে ভাল বিক্রিও এতে ইন্ধন জুগিয়েছে। আর পুরো ২০১৪-’১৫ অর্থবর্ষে সামগ্রিক নিট মুনাফা ৮১ কোটি থেকে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১২০ কোটিতে।
নতুন নিয়োগ
দেবদীপ সেনগুপ্ত ভারতীয় উপমহাদেশে তথ্যপ্রযুক্তি সংস্থা স্যাপ-এর নতুন এমডি হয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy