প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীকে সুবিধা দিতে সরল করা হল জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে টাকা তোলার বিভিন্ন নিয়ম-কানুন।
নতুন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা নিজের বা পরিবারের কারও অসুখের চিকিৎসার জন্য প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ৯০ শতাংশই তুলে নিতে পারবেন। আর তা হাতে পাওয়া যাবে সাত দিনের মধ্যেই। কিছু ক্ষেত্রে কর্মীরা টাকা তুলতে পারবেন চাকরির ১০ বছর সম্পূর্ণ হলে। আগে সেই মেয়াদ ছিল ১৫ বছর।
বাগ্দান থেকে শুরু করে বিয়ে, শেষকৃত্যের মতো বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান, এমনকী গাড়ি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য ইত্যাদি কেনা এবং প্রাথমিক স্তর থেকে ছেলেমেয়ের পড়াশোনার খরচ মেটানোর জন্যও জিপিএফের টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে। ওই সব ক্ষেত্রে আবেদন করার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই যাতে তা মঞ্জুর করে টাকা দেওয়া হয়, তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য কোনও নথিও জমা দিতে হবে না।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কোনও কারণ না-দেখিয়ে পিএফের ৯০% পর্যন্ত তুলতে পারেন অবসরের এক বছর আগে। এ বার তা ২ বছর আগে পর্যন্ত করা হতে পারে।
জিপিএফের টাকা তোলার ক্ষেত্রে পুরনো ব্যবস্থায় যে সব বাধানিষেধ ছিল, তার অনেকটাই আইন সংশোধন করে তুলে দেওয়া হয়ছে। আগে আবেদন করার পরে কত দিনের মধ্যে তা মঞ্জুর করা হবে বা টাকা হাতে তুলে দেওয়া হবে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সীমাই ছিল না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy