Advertisement
০২ নভেম্বর ২০২৪

অ্যাপে আপত্তি টেলি শিল্পের

ইন্টারনেটে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহারের মাধ্যমে ফোন করার পরিষেবায় আপত্তি তুলল টেলিকম শিল্পের সংগঠন সেলুলার অপারেটর্স অ্যাসোশিয়েসন অব ইন্ডিয়া (সিওএআই)।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০৩:১৩
Share: Save:

ইন্টারনেটে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহারের মাধ্যমে ফোন করার পরিষেবায় আপত্তি তুলল টেলিকম শিল্পের সংগঠন সেলুলার অপারেটর্স অ্যাসোশিয়েসন অব ইন্ডিয়া (সিওএআই)। এ নিয়ে সম্প্রতি টেলিকম সচিব জে এস দীপককে চিঠি দিয়েছেন সিওএআই-এর ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজ। তাঁদের দাবি, এ ধরনের পরিষেবা নিয়মবিরুদ্ধ। এতে টেলিকম সংস্থার পাশাপাশি লোকসান রাজকোষেরও।

উল্লেখ্য, ‘এফএমসি’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধার পরিকল্পনা এনেছিল বিএসএনএল। যাতে ওই অ্যাপ ও নেট ব্যবহার করে সংস্থার গ্রাহকরা ল্যান্ডলাইন ফোনও ব্যবহার করতে পারতেন। কিন্তু এ ধরনের পরিষেবায় আপত্তি তুলেছে টেলি শিল্প। পরিকল্পনা স্থগিত রেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

অন্য বিষয়গুলি:

app Tele industry mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE