Advertisement
০২ নভেম্বর ২০২৪

হাল খারাপ, পিএনবির নজরে ৩০০ শাখা

চিহ্নিত শাখাগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্য ১ বছরের সময় দিয়েছেন পিএনবি কর্তৃপক্ষ। তার মধ্যে হাল ফেরাতে না-পারলে শাখাগুলিকে হয় গুটিয়ে নেওয়া হবে, নয়তো অন্য শাখার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পি অ্যান্ড বি কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০৩:৩৩
Share: Save:

ঘুরিয়ে দাঁড় করানোর জন্য ৩০০টি শাখাকে চিহ্নিত করল পিএনবি। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নীতি হল, হয় ঘুরে দাঁড়াও, নয়তো বন্ধ করে দাও। সারা দেশে দ্বিতীয় বৃহত্তম ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির মোট ৭০০০ শাখা রয়েছে।

ওই ৩০০টি শাখার সিংহভাগই লোকসানে চলছে। বাকিগুলির মুনাফাও খুবই সামান্য। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে মূলধন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে-সব শর্ত রেখেছে, সেগুলির অন্যতম হল, লোকসানে চলা বিভিন্ন শাখা বন্ধ করতে হবে।

চিহ্নিত শাখাগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্য ১ বছরের সময় দিয়েছেন পিএনবি কর্তৃপক্ষ। তার মধ্যে হাল ফেরাতে না-পারলে শাখাগুলিকে হয় গুটিয়ে নেওয়া হবে, নয়তো অন্য শাখার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পি অ্যান্ড বি কর্তৃপক্ষ।

বিদেশের শাখাগুলিকেও ঢেলে সাজা হবে বলে জানান কর্তৃপক্ষ। তার মধ্যে অস্ট্রেলিয়া এবং চিনের প্রতিনিধিমূলক শাখা দু’টি বন্ধ কর দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পিএনবি।

অন্য বিষয়গুলি:

Punjab National Bank Branches
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE