পাঁচটি শাখা খুলে কলকাতায় পরিষেবা চালু করল উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক। শুক্রবারই উদ্বোধন হল এই সব ক’টি শাখা।
ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে দেশে উজ্জীবন ফিনান্সিয়াল সার্ভিসেসের ৪৭৫টি শাখা রয়েছে। ফেব্রুয়ারিতে স্মল ফিনান্স ব্যাঙ্কের পরিষেবা শুরু করেছে তারা। সিইও-এমডি সমিত ঘোষ জানান, সব শাখাই তিন বছরের মধ্যে স্মল ফিনান্স ব্যাঙ্কের শাখায় পরিণত হবে। ব্যাঙ্ক নেই, পূর্বাঞ্চলের এমন ২৬টি অঞ্চলে দ্রুত শাখা খোলার পরিকল্পনাও আছে তাঁদের।
কয়েকটি ক্ষুদ্র ঋণ সংস্থাকে স্মল ফিনান্স ব্যাঙ্ক খোলার লাইসেন্স দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যারা আমানত নেওয়া, ঋণ দেওয়া-সহ বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে। তবে তুলনায় ছোট অঙ্কের ঋণ দেওয়াই এদের প্রধান কাজ।
উজ্জীবনের এক কর্তা অভিরূপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যত ঋণ দেব, রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে তার অন্তত অর্ধেক ২৫ লক্ষের কম হতে হবে।’’ তাদের লক্ষ্য চলতি অর্থবর্ষে ২,৫০০ কোটির আমানত সংগ্রহ। তাঁদের দাবি, এই লক্ষ্যে ১-২ বছরের মেয়াদি জমায় ৮% সুদ দেওয়া হবে। সেভিংস অ্যাকাউন্টে ৪%। ঋণখেলাপি সম্পর্কে সমিতবাবু বলেন, গত অর্থবর্ষের প্রথম সাত মাসে মোট ঋণের ০.২৮% ছিল অনুৎপাদক সম্পদ। বছর শেষে দাঁড়ায় ৩.৭%। তবে মার্চ থেকে অবস্থার উন্নতি হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy