Advertisement
০২ নভেম্বর ২০২৪

নোট কাণ্ডের জের কাটছে দু’চাকার গাড়ি বিক্রিতে

নোট বাতিলের জের কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশে দু’চাকার গাড়ি বিক্রি। উপদেষ্টা সংস্থা ইক্রার সমীক্ষায় প্রকাশ, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭-৮%।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:১৮
Share: Save:

নোট বাতিলের জের কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশে দু’চাকার গাড়ি বিক্রি। উপদেষ্টা সংস্থা ইক্রার সমীক্ষায় প্রকাশ, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭-৮%।

গত অক্টোবর পর্যন্ত দু’চাকার বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। প্রতি মাসেই বৃদ্ধি ছাড়িয়েছে ১০ শতাংশ। সেখানেই বিক্রিতে রাশ টেনেছিল নোট বাতিল। যার জেরে নভেম্বর থেকে জানুয়ারিতে বিক্রি কমেছে ১১.৩%। পাশাপাশি, দেশ জুড়ে বিএস-ফোর দূষণ বিধি চালু হওয়ার জেরও পড়ে বিক্রির উপর। তবে শেষ পর্যন্ত তা ছন্দে ফেরারই ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে অর্থবর্ষের প্রথম ১০ মাসে বিক্রি বৃদ্ধি হয়েছে ৮.৩%। যা গত চার বছরের তুলনায় যথেষ্ট ভাল। কিন্তু নভেম্বরের আগের তুলনায় সেই পরিসংখ্যান খুব একটা নজরকাড়া নয় বলেই জানিয়েছে ইক্রা।

তবে তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে অনেকেই দ্বিচক্রযান কেনার পরিকল্পনা পিছিয়েছেন। সেই সব ক্রেতা বিপণিতে পা রাখলে আগামী অর্থবর্ষ এই শিল্পের পক্ষে ভাল হবে বলে মনে করছে তারা। তখন বৃদ্ধি দাঁড়াতে পারে ৮-১০%। এ ক্ষেত্রে বাইকের তুলনায় স্কুটার বেশি বিক্রি হবে বলেও তাদের আশা।

অন্য বিষয়গুলি:

Demonetisation Two Wheeler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE