জোড়া ধাক্কায় শুক্রবার নতুন করে বিপর্যয় ঘনাল সহারা গোষ্ঠীর অন্দরে।
২০১৫ সালের জুলাইয়ে সহারা মিউচুয়াল ফান্ডের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছিল সেবি। যার বিরুদ্ধে স্যাটে আবেদন জানায় সুব্রত রায়ের গোষ্ঠীভুক্ত সংস্থাটি। এ দিন সেই আবেদন খারিজ করেছে স্যাট। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে শুধু ছ’সপ্তাহ সময় দিয়েছে তাদের। আবার এ দিনই জীবনবিমা সংস্থা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইনশিওরেন্সকে সহারা ইন্ডিয়া লাইফ ইনশিওরেন্সের ধুঁকতে থাকা ব্যবসা অধিগ্রহণের নির্দেশ দিয়েছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। কার্যকর করতে বলেছে ৩১ জুলাই থেকে।
বছর দুই আগে ফান্ডের লাইসেন্স বাতিল করতে গিয়ে সেবি বলেছিল, সহারা এই ব্যবসা চালানোর যোগ্য নয়। তাই লগ্নিকারীদের নথিভুক্তিতে নিষেধাজ্ঞা জারি হয়। নির্দেশ দেওয়া হয় ব্যবসা অন্য অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাকে হস্তান্তরের। তা পালন না- করতে পারায়, লগ্নিকারীদের হাতে থাকা ইউনিট ভাঙানোর পরে ব্যবসা গোটাতে বলা হয়। এর বিরুদ্ধে করা সহারার আবেদনকে ‘অযোগ্য’ তকমা দিয়ে স্যাট সেবির নির্দেশ বহাল রাখে।
অন্য দিকে, সহারা লাইফ নিয়ে আইআরডিএ-র সিদ্ধান্ত, সংস্থাটি বিমাকারীদের স্বার্থ অনুযায়ী ব্যবসা চালাতে পারবে না। তাই তা অন্য সংস্থার হাতে তুলে দেওয়াই যথাযথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy