অনলাইনে প্রতারণার শিকার বৃদ্ধ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
অনলাইনে প্রতারণা দিন দিন বেড়ে চলেছে। শুধু তা-ই নয়, প্রতারকরা সময়ে সময়ে কৌশলও বদলাচ্ছেন। যার জেরে অনেকে সতর্ক হয়েও সেই ফাঁদে পড়ছেন। ফলে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন। সাইবার অপরাধ নিয়ে বার বার সতর্ক করা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির তরফে। কিন্তু সাইবার অপরাধীরা প্রতি মুহূর্তে প্রতারণার কৌশল বদলানোয় প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।
শেয়ার বাজার নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। কিন্তু কী ভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে, কোন শেযার কেনা উচিত, কোনগুলি নয়, এ রকম নানাবিধ তথ্য সম্পর্কে অনেকেরই সম্যক ধারণা থাকে না। শেয়ার সম্পর্কে জানতে গিয়ে অনলাইনে প্রতারণার শিকার হলেন হায়দরাবাদের এক বৃদ্ধ।
পুলিশ সূত্রে খবর, শেয়ার বাজার সম্পর্কিত একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ ‘স্টক ডিসকাশন গ্রুপ’-এ যোগ দিয়েছিলেন হায়দরাবাদের ওই বৃদ্ধ। তাঁর অভিযোগ, গ্রুপের ‘অ্যাডমিনিস্ট্রেটর’ ছিলেন কুণাল সিংহ নামে এক ব্যক্তি। সেখান থেকে নানা শেয়ারে বিনিয়োগ সম্পর্কে নানা তথ্য পাচ্ছিলেন ওই বৃদ্ধা। তাঁর অভিযোগ, প্রথমে স্বল্প বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। তার সঙ্গে ভাল ‘রিটার্ন’ পাওয়া যাবে বলেও বোঝানো হয়। বৃদ্ধের দাবি, স্বল্প বিনিয়োগ করে লাভও হয়েছিল তাঁর। একটু ভরসা পান। আর সেই ভরসায় ভর করে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে থাকেন। বেশ কিছু দিন পর ওই গ্রুপে তাঁকে বড় বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। কালক্ষেপ না করে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু সেটা যে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে এবং সেই ফাঁদে তিনি যে পা দিয়ে ফেলেছেন, সেটা আঁচ করতে পারেননি বৃদ্ধ। এই বিপুল পরিমাণ টাকার লেনদেন যাতে কেউ চিহ্নিত করতে না পারে, তার জন্য তাঁকে বেশ কয়েক জনের নাম পাঠিয়ে ওই অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়েছিল বলে দাবি বৃদ্ধের। কিন্তু তত ক্ষণে যা হোয়ার হয়ে গিয়েছে। সেই টাকা পাঠিয়ে যখন লভ্যাংশের আশায় অপেক্ষা করছিলেন বৃদ্ধ, কোনও রকম সাড়াশব্দ না পেয়েই সন্দেহ হয় তাঁর। তত ক্ষণে তিনি বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy