প্রতীকী চিত্র।
পশ্চিম বর্ধমান জেলায় কর্মখালি। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দফতর এবং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়েছে। জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৩। নিযুক্তদের কর্মস্থল হবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিভিন্ন ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পরে প্রয়োজন এবং নিযুক্তদের কাজের নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এর পরে এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি, তাঁদের রাজ্য মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি। যাঁদের উচ্চতর শিক্ষার ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা। আগামী ১৯ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy