Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কর ফাঁকি রুখতে নিষেধাজ্ঞা সেবি-র

শেয়ার বাজারের মাধ্যমে কর ফাঁকি রুখতে মঙ্গলবার ফের কড়া পদক্ষেপ করল সেবি। লেনদেন না-থাকা ফার্স্ট ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থার শেয়ার দর বাড়িয়ে দেখানো এবং সেখানে ১৫.৪ কোটি টাকা ভুয়ো লগ্নির হিসেব দিয়ে কর ফাঁকির অভিযোগ এনেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০২:০০
Share: Save:

শেয়ার বাজারের মাধ্যমে কর ফাঁকি রুখতে মঙ্গলবার ফের কড়া পদক্ষেপ করল সেবি। লেনদেন না-থাকা ফার্স্ট ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থার শেয়ার দর বাড়িয়ে দেখানো এবং সেখানে ১৫.৪ কোটি টাকা ভুয়ো লগ্নির হিসেব দিয়ে কর ফাঁকির অভিযোগ এনেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক। এই অভিযোগে সংস্থার প্রধান অংশীদার বি পি ঝুনঝুনওয়ালা এবং অন্যান্য ডিরেক্টর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেবি। কালো টাকা লেনদেনের মাধ্যম হিসেবে শেয়ার বাজারের ব্যবহার আটকাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে সেবি। তারই অঙ্গ হিসেবে এ দিন ওই নির্দেশ জারি করেছে তারা।

অন্য বিষয়গুলি:

sebi tax evasion sebi tax evasion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE