অজয় ত্যাগী। ছবি: পিটিআই।
মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক-জমার বিকল্প হতে পারে না। সেবি চেয়ারম্যান অজয় ত্যাগী শনিবার এ কথা জানিয়ে বলেন, তার কারণ, ফান্ডে টাকা রাখলে নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি মিলবে না।
ত্যাগীর কথায়, ‘‘ব্যাঙ্ক আমানত থেকে সঞ্চয় সরিয়ে ফান্ডে রাখার কথা ভাবলেও মনে রাখতে হবে, তা কোনও বিকল্প নয়। তবে মূলধনী বাজারে পা রাখতে চাইলে এই পথ ঠিক।’’ খুচরো লগ্নিকারীরা সে ক্ষেত্রে ঠিক পথেই এগোচ্ছেন বলে মন্তব্য তাঁর। কারণ, ফান্ডের তহবিল পরিচালনা করেন পেশাদাররা।
তবে ত্যাগীর মতে, বাজারে লগ্নি করলে ঝুঁকি থাকবেই, যদিও তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বেআইনি লেনদেনের প্রমাণ পেলে ব্রোকারদের ২৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার যে-প্রস্তাব বাজেটে দেওয়া হয়েছে, ত্যাগীর দাবি তা ব্যবস্থাটিকে আরও দক্ষ করবে। বিশ্ব বাজারের হাত ধরে ভারতের শেয়ার বাজারে কিছু দিন অস্থিরতা চলবে বলেও জানান সেবি-কর্তা। তবে সে জন্য ভারতের বাজারের নিরাপত্তা নিয়ে ভয়ের কিছু নেই বলে ভরসা দেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy