রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম) ও এয়ারসেলের গাঁটছড়া বাঁধার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার বিষয়টি প্রায় অন্তিম পর্বে। সব কিছু ঠিকঠাক চললে মাস দেড়েকের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে উঠবে ও তার নতুন ব্র্যান্ড বাজারে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সে ক্ষেত্রে দেশের টেলিকম শিল্পে বিভিন্ন সংস্থার সংযুক্তির যে-দৌড় শুরু হয়েছে, এটিই হবে তার প্রথম বাস্তবায়ন।
বছরখানেক আগে রাশিয়ার সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস-এর (এসএসটিএল) ভারতীয় ব্যবসা কিনে নেওয়ার কথা জানায় আর-কম। সেই মতো সব ছাড়পত্রই তারা পেয়েছে বলে টেলিকম শিল্প সূত্রের খবর। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ সংস্থাটি। তার পরেই এয়ারসেলের সঙ্গেও গাঁটছড়া বাঁধার পরিকল্পনার কথা জানায় অনিল অম্বানীর সংস্থাটি।
এ জন্য সেবি, বিএসই, এনএসই, প্রতিযোগিতা কমিশনের অনুমোদন পাওয়ার পরে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের (এনসিএলটি) কাছে আবেদন জানায় আর-কম। এনসিএলটি সংস্থাগুলিকে তাদের শেয়ারহোল্ডারদের অনুমতি নেওয়ার নির্দেশ দেয়। সোমবার আর-কম জানিয়েছে, এ দিন তাদের ৯৯.৯৯% শেয়ারহোল্ডারেরই সায় মিলেছে। দু’দিন আগে এয়ারসেলও শেয়ারহোল্ডারদের ছাড়পত্র পেয়েছে।
এ কথা আগামী কয়েক দিনের মধ্যেই এনসিএলটি-কে জানাবে তারা। এবং তার পর টেলিকম দফতরের (ডট) কাছে চূড়ান্ত ছাড়পত্র চাইবে। সংশ্লিষ্ট সূত্রের খবর, সব ছাড়পত্র থাকলে আবেদনের মাসখানেকের মধ্যে ডট-এর সায় মেলার কথা। সে ক্ষেত্রে মে-র শেষে বা জুনের মধ্যে নতুন যৌথ উদ্যোগ সংস্থা ও ব্র্যান্ড বাজারে আসবে বলে মনে করছে টেলিকম শিল্পমহল।
এ নিয়ে এখনই কিছু খোলসা না-করলেও আর-কম জানিয়েছে, নতুন সংস্থায় উভয়ের ৫০% করে অংশীদারি থাকবে। গ্রাহক সংখ্যার (১১.৯ কোটি) বিচারে নতুন সংস্থাটি প্রথম চার সংস্থার তালিকায় ও ব্যবসার নিরিখে তিনটি সংস্থার মধ্যে থাকবে বলে দাবি তাদের। ২জি, ৩জি ও ৪জি পরিষেবার উপযোগী ৪৪৮ মেগাহার্ৎজ স্পেকট্রাম থাকবে যৌথ উদ্যোগটির হাতে, যা টেলিকম শিল্পে দ্বিতীয় সর্বোচ্চ। স্পেকট্রামগুলির বৈধতা ২০৩৩-’৩৬ সাল পর্যন্ত। দুই সংস্থার দেনা কমবে যথাক্রমে প্রায় ২০ হাজার টাকা এবং চার হাজার টাকা।
আর-কম আগেই উদ্যোগী হলেও রিলায়্যান্স-জিও বাজারে আসার পরে টেলিকম শিল্প আরও বেশি করে সংযুক্তির পথে হাঁটতে চলেছে। যেমন ভোডাফোন ও আইডিয়া, এয়ারটেল-টেলিনর-তিকোনা। সেই দৌড়ে আপাতত এগিয়ে থাকল আর-কম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy