গ্যালিয়ন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে দু’বছর জেল খাটার পরে সম্প্রতি ছাড়া পেয়েছেন রজত গুপ্ত। এ বার নাম থেকে অপরাধী তকমা মুছতেও তৎপর হলেন প্রাক্তন ম্যাকিনসে কর্তা। এ নিয়ে মার্কিন আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
তাঁর আইনজীবীদের দাবি, সম্প্রতি এক মামলায় রায়ে বলা হয়েছে, কোনও সংস্থার গোপন তথ্য পাচার করে কেউ মুনাফা করলে তবেই তাঁকে দোষী বলা যাবে। অথচ গুপ্তের ক্ষেত্রে এ ধরনের মুনাফা করার কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র রাজারত্নমের সঙ্গে ভাল সম্পর্ক ছিল বলে প্রমাণ হয়েছে। কিন্তু এ সত্ত্বেও গুপ্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ম্যানহাটনের জেলা আদালতের রায়ে যেতে হয়েছিল জেলে। এর পরে কোনও সংস্থার পর্ষদে থাকার অধিকারও হারিয়েছেন তিনি। এখন দোষী তকমা মোছারই আবেদন করেছেন গুপ্ত।
প্রসঙ্গত, গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন বেআইনি ভাবে সংস্থার গোপন তথ্য গ্যালিয়নের প্রতিষ্ঠাতা ও কর্ণধার রাজ রাজারত্নমকে পাচার করার অভিযোগ উঠেছিল রজত গুপ্তের বিরুদ্ধে। সেই তথ্য কাজে লাগিয়ে বিপুল মুনাফা করে গ্যালিয়ন। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে দু’বছরের জন্য জেল হয় রজত গুপ্তের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy